বিসিবি নির্বাচনে লড়তে চাকরি ছাড়লেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক

  • Company Logo
    বার্তা নিউজ
    প্রকাশ 27-September-2025 10:59 PM
বিসিবি নির্বাচনে লড়তে চাকরি ছাড়লেন সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক

দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করা আব্দুর রাজ্জাক শনিবার (২৭ সেপ্টেম্বর) পদত্যাগ করেছেন। একই দিনে বিসিবি নির্বাচনের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন সাবেক এই বাঁহাতি স্পিনার।

ক্যাটাগরি ‘এ’—অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে বিসিবির পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। এ ক্যাটাগরিতে মোট ভোটার থাকার কথা ৭১ জন। তবে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা কোনো কাউন্সিলর মনোনয়ন না দেওয়ায় ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন রাজ্জাক।

চলমান এনসিএল টি-টোয়েন্টি খেলতে সিলেটে থাকলেও শনিবার ঢাকা এসে বিসিবি ভবনে বৈঠক করেন রাজ্জাক। এরপরই নির্বাচকের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। বিসিবিও তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ক্লাব ক্যাটাগরি বা ক্যাটাগরি-২ থেকে মনোনয়নপত্র নেন তিনি। তবে মনোনয়ন নেওয়ার সময় সরাসরি উপস্থিত ছিলেন না তামিম; তার হয়ে রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান ফর্ম সংগ্রহ করেন।

তামিম ও রাজ্জাক ছাড়াও এদিন আরও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দিনের শুরুতে ক্যাটাগরি ‘বি’ থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম মনোনয়নপত্র তোলেন। ক্যাটাগরি ‘সি’ থেকে ফর্ম সংগ্রহ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পাল।

সংশ্লিষ্ট খবর

মন্তব্য