জেলের জালে ধরা পড়ল ২০ কেজির বাঘাইড়, বিক্রি হলো সাড়ে ২১ হাজার টাকায়

  • Company Logo
    ডেস্ক রিপোর্ট , বর্তমান
    প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার ০৫:১৮ পিএম
জেলের জালে ধরা পড়ল ২০ কেজির বাঘাইড়, বিক্রি হলো সাড়ে ২১ হাজার টাকায়
জেলের জালে ধরা পড়ল ২০ কেজির বাঘাইড়

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২০ কেজি ৯০০ গ্রাম ওজনের বিশাল এক বাঘাইড় মাছ। মাছটি ঘাটে এনে নিলামে সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. ইমন

রবিবার (২৬ অক্টোবর) সকালে ভোলার ইলিশা চডার মাথা মাছঘাটে মাছটি বিক্রি করা হয়। এর আগে ভোরে সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে স্থানীয় জেলে জাহাঙ্গীর মাঝি ও তার দুই ছেলে মাছ ধরতে গিয়ে জালে বিশাল বাঘাইড়টি পান।

স্থানীয়রা জানান, ২২ দিনের সরকারি মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে এদিনই প্রথম সাগরে নামেন জাহাঙ্গীর মাঝি ও তার পরিবার। জাল ফেলতেই বিশাল এই মাছ ধরা পড়ে। পরে তা ঘাটে নিয়ে আসলে আড়তদার ইমন নিলামে ২১ হাজার ৫০০ টাকায় মাছটি ক্রয় করেন।

আড়তদার ইমন বলেন, “এত বড় বাঘাইড় মাছ আমাদের ঘাটে আগে কখনও আসেনি। আমি মাছটি কিনেছি ২১ হাজার ৫০০ টাকায়, মাওয়া ঘাটে পাঠালে ২৯ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছি।”

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় নদীতে মাছের প্রজনন ভালো হয়েছে। তাই এখন বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে আরও বড় মাছ পাওয়া যাবে।”

মন্তব্য