বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে, যা চলবে তিন সপ্তাহ পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।
শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জানান, আবেদন প্রক্রিয়া ১৬ নভেম্বর থেকে শুরু হয়ে প্রায় তিন সপ্তাহ বা তারও কিছু বেশি সময় চলবে। শিগগিরই জাতীয় পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, এবার থেকে ভর্তি পরীক্ষা এক ধাপে লিখিতভাবে অনুষ্ঠিত হবে; বাছাই পরীক্ষা (প্রাথমিক ধাপ) থাকছে না। তবে পরীক্ষার অন্যান্য নিয়ম আগের মতোই বহাল থাকবে।
ন্যূনতম জিপিএ সংক্রান্ত বিষয়ে অধ্যাপক জলিল জানান, “এবার এইচএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে, প্রকৃত মেধাবীরাই জিপিএ-৫ পেয়েছে। তাই আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।”
বুয়েটে আবেদন করতে হলে পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫ থাকতে হবে।
-
আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৫
-
আবেদন শেষ: ডিসেম্বরের প্রথম সপ্তাহ (আনুমানিক)
-
ভর্তি পরীক্ষা: ১০ জানুয়ারি ২০২৬
-
পরীক্ষা পদ্ধতি: এক ধাপ, লিখিত
-
ন্যূনতম যোগ্যতা: পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে পৃথকভাবে জিপিএ-৫