মসজিদে হারামের প্রধান ইমাম শায়খ সালেহ আহমদ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগিত
সৌদি আরবে গ্র্যান্ড মুফতির পদে নিযুক্ত হয়েছেন মসজিদে হারামের প্রধান ইমাম ও খতিব শায়খ ড. সালেহ আহমদ বিন হুমাইদ।
মঙ্গলবার, পূর্ববর্তী গ্র্যান্ড মুফতি ড. আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শায়খ এর ইন্তেকালের পরই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়। সৌদি আরবের রাজকীয় আদালত শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবে, খবর দিয়েছে আল আরাবিয়া।
শায়খ সালেহ বিন হুমাইদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিযুক্ত হওয়ার আগে মসজিদুল হারাম ও মসজিদে নববির ইমাম ও খতিবদের তত্ত্বাবধানকারী ‘প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স’ পরিষদের সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২৫ সালের হজের খুতবাও তিনি প্রদান করেছিলেন।
তিনি সৌদি আরবের কাউন্সিল অব সিনিয়র স্কলার্স-এর সদস্য এবং মসজিদুল হারামের প্রবীণ ইমাম। দীর্ঘদিন ধরে ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচার বিভাগীয় নেতৃত্বে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
শায়খ সালেহের বক্তৃতা, গভীর অন্তর্দৃষ্টি ও পাণ্ডিত্যপূর্ণ চিন্তা তাকে মুসলিম বিশ্বের শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করেছে।