সর্বশেষ জাতীয় রাজনীতি শিক্ষা সারা বাংলা বিশ্ব বাণিজ্য ইসলাম ও জীবন খেলা বিনোদন চাকরি জীবনযাপন প্রযুক্তি ভিডিও ছবি স্বাস্থ্য টিপস ক্যাম্পাস বিবিধ ধর্ম কর্পোরেট কর্নার ভ্রমণ সাহিত্য সোশ্যাল মিডিয়া সারাবাংলা

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

  • Company Logo
    , বর্তমান
    প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার ০৯:৪৪ পিএম
ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার হুথি সশস্ত্র গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে, তারা ‘প্যালেস্টাইন-২’ নামের একাধিক ওয়ারহেডযুক্ত হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেলআবিবের লক্ষ্যবস্তু স্থাপন করেছে।

আনাদলু এজেন্সির খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে তেলআবিব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হুথি মুখপাত্র আরও জানিয়েছেন, একই দিনে তারা দক্ষিণাঞ্চলীয় ইলাত শহরের উদ্দেশে দুটি ড্রোনও নিক্ষেপ করেছে।

হুথিদের দাবি, এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ‘গণহত্যা ও আগ্রাসনের’ জবাব হিসেবে চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, গাজায় দমন-নিপীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব হিসেবে এ ধরনের হামলা অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ড্রোন হামলার প্রতিহতকরণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য প্রকাশ করেনি।

হামলার প্রেক্ষাপটে সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গও গুরুত্বপূর্ণ। কয়েক দিন আগে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানা-তে বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ওই অভিযানে হুথিদের সদর দফতর, কমান্ড সেন্টার, নিরাপত্তা ও গোয়েন্দা শাখার বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ডজনখানেক যুদ্ধবিমান অংশ নেয়।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলায় ডজনখানেক হুথি যোদ্ধা নিহত হয়েছেন। তবে হুথি-ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মাত্র দুইজন নিহত এবং অন্তত ৪৮ জন আহত হয়েছেন। হামলার সময় হুথি নেতা আব্দুল-মালিক আল-হুথি টেলিভিশনে সরাসরি ভাষণ দিচ্ছিলেন।

এই হামলা ও প্রতিহামলার পাল্টাপাল্টি পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি করছে, যেখানে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে আঞ্চলিক অস্থিরতা ক্রমশ বাড়ছে।


মন্তব্য