বলিউড তারকা রণবীর কাপুর পেরোলেন জীবনের ৪২ বসন্ত, পা রাখলেন ৪৩ বছরে। গতকাল রোববার ছিল তার জন্মদিন। দিনটির শুরু হয়েছিল একদম বিশেষভাবে—মেয়ের দেওয়া ৪৩টি চুমু দিয়ে, এমনটাই জানালেন তিনি নিজেই।
এবারের জন্মদিনটি স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহাকে সঙ্গে নিয়ে ঘরোয়াভাবে উদযাপন করেছেন রণবীর।
অনুরাগীদের চমকে দিয়ে জন্মদিনের দিনেই নিজের পোশাক ব্র্যান্ড ‘এআরকেএস’-এর ইনস্টাগ্রাম পেজে লাইভ সেশনে আসেন তিনি। সেখানে এক ভক্তের প্রশ্নে ‘অ্যানিমেল’-খ্যাত এই নায়ক জানান, রাহার ছোট্ট ভালোবাসার প্রকাশ তাকে বেশ আবেগপ্রবণ করে তুলেছে।
লাইভে রণবীর বলেন, ‘আমি সারাদিন আলিয়া আর রাহার সঙ্গে কাটিয়েছি। রাহা প্রতিশ্রুতি দিয়েছিল যে, ও আমাকে ৪৩টা চুমু দেবে—আর আমি সত্যিই সেটা পেয়েছি। ও আমাকে একটি সুন্দর কার্ড বানিয়ে দিয়েছে। পেয়ে আমি অভিভূত হয়েছি। এটা নিখুঁত জন্মদিন।’
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রণবীর বলেন, ‘আমার জন্মদিনে যে ভালোবাসা আর শুভেচ্ছা পেয়েছি, তার জন্য ধন্যবাদ। আজ আমি ৪৩ বছর বয়সী। যেমন দেখতেই পাচ্ছেন, আমার দাড়ি পেকে গেছে। প্রতি বছর বয়স বাড়ছে, কিন্তু হৃদয়ে রয়েছে গভীর কৃতজ্ঞতা—আমার পরিবার, বন্ধু, কাজ এবং সবচেয়ে বেশি আপনাদের জন্য। আপনারাই আমাকে বিশেষ অনুভূত করান।’
লাইভের সময় হঠাৎ পেছন থেকে রাহার চিৎকার শোনা যায়—সেই ‘ক্যামিও’ মুহূর্ত ভিডিওটিকে আরও মধুর করে তোলে।
উল্লেখ্য, রণবীরকে শিগগিরই দেখা যাবে সঞ্জয়লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে তার সঙ্গে থাকছেন আলিয়া ভাট ও ভিকি কৌশল। এ ছাড়া ‘রামায়ণ’ মুক্তি পাবে ২০২৬ সালের দীপাবলিতে এবং এর দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে।