সর্বশেষ জাতীয় রাজনীতি শিক্ষা সারা বাংলা বিশ্ব বাণিজ্য ইসলাম ও জীবন খেলা বিনোদন চাকরি জীবনযাপন প্রযুক্তি ভিডিও ছবি স্বাস্থ্য টিপস ক্যাম্পাস বিবিধ ধর্ম কর্পোরেট কর্নার ভ্রমণ সাহিত্য সোশ্যাল মিডিয়া সারাবাংলা

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়

  • Company Logo
    , বর্তমান
    প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার ১১:০৫ পিএম
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার উপায়

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার সুবিধা এখন চালু হয়েছে। এর জন্য প্রয়োজন একটি বিশেষ মোবাইল অ্যাপ, ‘Call Recorder (Early Access)’

কিভাবে ব্যবহার করবেন:

১. প্রথমে প্লে স্টোর থেকে Call Recorder (Early Access) অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করুন।
২. অ্যাপ চালু করার পর Grand Permission অপশন আসবে। এটি অনুমোদন করার পর আরও কিছু পারমিশন দিতে হবে। এছাড়া অ্যাপের Terms & Conditions গ্রহণ করতে হবে এবং প্রয়োজনীয় পারমিশনগুলো (মাইক্রোফোন, কনট্যাক্ট, নোটিফিকেশন, রেকর্ডিং) প্রদান করতে হবে।
৩. সবশেষে Recording Option চালু করুন। এরপর Exclude App এ ক্লিক করে Request the Permission অপশন চালু করুন এবং বাকি পারমিশনগুলো দিয়ে দিন।

এরপর সহজেই দুপাশের কথোপকথনসহ কল রেকর্ড করা সম্ভব হবে। তবে খেয়াল রাখতে হবে, এই অ্যাপটি সব ফোনে সমানভাবে কাজ নাও করতে পারে।


মন্তব্য