জাপানে বসছে না মেয়েদের এশিয়ান কাপের ক্যাম্প

  • Company Logo
    বার্তা নিউজ
    প্রকাশ 27-September-2025 10:48 PM
জাপানে বসছে না মেয়েদের এশিয়ান কাপের ক্যাম্প

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টকে সামনে রেখে জাপানে প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা ছিল নারী দলের। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হচ্ছে না।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। তিনি বলেন,
“জাপানে ক্যাম্পের ব্যবস্থা করছিলাম আমরা। কিন্তু ফিফা উইন্ডোর কারণে আর সেটা হচ্ছে না। নভেম্বরের ২০-৩০ তারিখের পর ওরা আমাদের সময় দিতে চেয়েছে। কিন্তু সে সময় দেশে আমরা ত্রিদেশীয় সিরিজ খেলব। চেষ্টা করছি (অন্য কোথাও), কিন্তু না পাইলে তো কিছু করার নেই। এশিয়া কাপে যারা জানতো কোয়ালিফাই করবে তারা এক বছর আগে থেকে সব প্ল্যান তৈরি করেছে। কিন্তু আমাদের এখন সব কিছুতেই হিমশিম খেতে হচ্ছে।”

জাপানে ক্যাম্প বাতিল হলেও বাংলাদেশ দল বসে নেই। চট্টগ্রামে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি শিবির। আজ থেকে কোরিয়ান ইপিজেড মাঠে কোচ পিটার বাটলার ২৯ ফুটবলার নিয়ে অনুশীলন শুরু করেছেন।

কিরণ জানান,
“আমরা মেয়েদের জন্য ২০ দিনের এক্সক্লুসিভ ক্যাম্পের ব্যবস্থা করেছি চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। আজ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত থাকবে তারা। ১৭ অক্টোবর ঢাকায় ফিরবে। এরপর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ আছে। ক্যাম্পে আপাতত ২৯ জন আছে। ১০ জন ফুটবলার খেলছে ভুটানের লিগে, তারা ১৮ অক্টোবর ঢাকায় আসবে।”

বিশেষ এই ক্যাম্পের জন্য কোচ বাটলার মোট ৪৩ ফুটবলার বাছাই করেছেন। শিবির শেষে থাইল্যান্ডে যাবে বাংলাদেশ নারী দল। সেখানে থাইদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে এশিয়ান কাপের জন্য প্রস্তুতি নেবে তারা।

সংশ্লিষ্ট খবর

মন্তব্য