একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পাবেন দুই পরিচালক, আর ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিনজন নির্বাহী পরিচালক। প্রতিটি ব্যাংকে একজন করে অতিরিক্ত পরিচালক, যুগ্ম পরিচালক ও উপ-পরিচালকও যুক্ত হবেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এক্সিম ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলমকে। সোশ্যাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পাবেন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার, আর ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে মো. সালাহ উদ্দীনকে। ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ও মকসুদুল আলম।
প্রশাসক নিয়োগে আইনি প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠকের পর আগামী মাসের শুরুতেই প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে কার্যক্রম নিষিদ্ধ থাকা এই পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে চরম বিপর্যয়ের মুখে পড়ে। ব্যাংকগুলোর ঋণের অধিকাংশ খেলাপি হওয়ায় গ্রাহকের আমানত ফেরত দিতে পারছিল না।
এই পরিস্থিতিতে গ্রাহকদের অসন্তুষ্টি মোকাবিলা করতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয়। ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
প্রাথমিকভাবে পাঁচটি ব্যাংককে একীভূত করতে মোট ৩৫,২০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে, যার মধ্যে ২০,২০০ কোটি টাকা দেবে সরকার।