ব্যবসায়ীদের প্রস্তাবের পর সোমবার (২২ সেপ্টেম্বর) সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কত টাকা বৃদ্ধি করা হবে, তা নির্ধারণের জন্য তাদের সঙ্গে বৈঠক করে এক সপ্তাহের মধ্যে নতুন দাম ঘোষণা করার কথা জানানো হয়েছে।
তবে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে বাজারে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম বেড়ে গেছে। গত তিন-চার দিনের ব্যবধানে এই দুই ধরনের তেলের দাম লিটারপ্রতি প্রায় ৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে খুচরা বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০–১৭২ টাকায়। আর সুপার পাম অয়েলের দাম লিটারে ১৫৫–১৬০ টাকা। তুলনামূলকভাবে চার দিন আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল ১৬৯ টাকা এবং পাম অয়েলের দাম ১৫০ টাকা।
সম্প্রতি ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠন বাণিজ্য মন্ত্রণালয়ে ১০ টাকার দাম বাড়ানোর প্রস্তাব পাঠায়। এরপর সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে মন্ত্রণালয় বিষয়টি আলোচনার পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে খুচরা ব্যবসায়ীরা পাইকারি মূল্যের বৃদ্ধির কারণে ইতিমধ্যেই বাজারে তেলের দাম বৃদ্ধি করেছেন।
তাদের বরাত দিয়ে জানা গেছে, পাইকারিতে প্রতি ড্রাম (২০৪ লিটার) খোলা সয়াবিন তেলের দাম বেড়ে হয়েছে ৩৪,৪০০ টাকা, যা আগের ৩২,০০০ টাকার তুলনায় বেশি। একইভাবে প্রতি ড্রাম খোলা সুপার পাম অয়েলের দাম বেড়ে হয়েছে ৩১,০০০ টাকা, আগের ২৯,০০০ টাকার পরিবর্তে।
এদিকে বোতলজাত তেলের দাম খুচরা বাজারে এখনও অপরিবর্তিত থাকলেও পাইকারিতে প্রতি লিটারে ৫০–৬০ টাকার মতো বৃদ্ধি হয়েছে। এর আগে ৩ আগস্ট থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৮৯ টাকা, পাঁচ লিটার ৯২২ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৬৯ টাকা এবং পাম অয়েলের দাম ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।