তামিলনাড়ুর করুর জেলায় ভারতীয় অভিনেতা ও রাজনীতিক বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পদদলিত হয়ে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নারী ও শিশু রয়েছে। স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহত অবস্থায় ৪৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সকলেই বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্ট্রি কাজগম’ (TVK)-এর সমর্থক ছিলেন। তারা সকাল থেকে সমাবেশস্থলে ভিড় জমিয়েছিলেন এবং ছয় ঘণ্টা পর্যন্ত বিজয়ের জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু তার আগমন দেরি হওয়ায় ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ভয়াবহ পরিস্থিতি জানার পর তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা প্রশাসককে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ্যমন্ত্রী লিখেছেন, “করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। পদদলিত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
পিটিআই জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় বিজয় হঠাৎ নিজের বক্তব্য শেষ করে দেন এবং উপস্থিত ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন। কয়েক ডজন আহতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তবে অতিরিক্ত ভিড়ের কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে অনেক সময় লেগেছে।
করুরের এই দুর্ঘটনায় গোটা তামিলনাড়ুতে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিহতদের পরিচয় এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি, এবং আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।