Connect with us
HTML tutorial

খেলা

বিপিএলের প্লে-অফের দিন শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্ব শেষ হয়েছে। এখন অপেক্ষা প্লে-অফের। আগামী পরশু এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। প্লে-অফের প্রথম দিন থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্পও।

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা। এই সফরে তিন সংস্করণের সিরিজ খেলবে লঙ্কানরা। প্রথমে হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি আগামী ৪ মার্চ।

বিপিএলের ফাইনাল ১ মার্চ। সব মিলিয়ে আর অপেক্ষা না বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হচ্ছে।

ছুটি কাটিয়ে প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে বাংলাদেশে এসেছেন। গতকাল বিপিএলের লিগ পর্বের শেষ দিন নতুন নির্বাচক প্যানেলের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।

যদিও এখনো কাজ শুরু করেনি গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নতুন নির্বাচক কমিটি। হাতুরাসিংহের অধীনেই শুরু হবে ক্যাম্প। এই সময়ের মধ্যে ঘোষণা হওয়ার কথা জাতীয় দলের ব্যাটিং ও বোলিং কোচের নাম।

Advertisement

বিপিএল শেষ না হওয়ায় স্বাভাবিকভাবে ক্যাম্পের শুরুতে একসঙ্গে ক্রিকেটারদের পাওয়া যাবে না। প্লে-অফের আগে ছিটকে যাওয়া এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তানজিম হাসান সাকিবরা থাকছেন শুরুর দিকে ক্যাম্পে।

বিসিবি সূত্রে জানা গেছে, টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ২৯ ফেব্রুয়ারি সিলেট যাবে বাংলাদেশ দল। ১ মার্চ বিপিএলের ফাইনালে শেষ করে বাকি ক্রিকেটাররা সরাসরি সিলেটে দলের সঙ্গে যুক্ত হবেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলা

ট্রফি জিতে কেন ‘টাইমড আউট’ উদযাপন করেছে শ্রীলংকা?

বিশ্বকাপে ম্যাথিউসকে করা সাকিবের সেই ‘টাইমড আউট’ নিয়ে কম আলোচনা হয়নি। বাংলাদেশ-শ্রীলংকা দ্বৈরথের আগুনে ঘি ঢেলেছিল সেই ঘটনা। তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে বিশ্বকাপের সেই ম্যাচের পর বাংলাদেশের সাথে হাত মেলাতেও রাজি হননি মেন্ডিসরা! এবারের সফরের প্রথম তিন ম্যাচে অবশ্য তেমন কোনও উত্তাপ ছড়ায়নি মাঠে। তবে সিরিজ জয়ের পর ট্রফি হাতে ম্যাথিউসের সেই টাইমড আউট উদযাপন করে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে শ্রীলংকা। লংকান ব্যাটার কুশল মেন্ডিস অবশ্য বলছেন, কোনও উদ্দেশ্য নিয়ে নয়, খুশি মনেই এই উদযাপন করেছেন তারা।
নিজের টাইমড আউট হওয়ার পর সাকিবকে ফিরিয়েছিলেন ম্যাথিউস। এরপর ঘড়ির দিকে আঙ্গুল দিয়ে ম্যাথিউস করেন সেই বিখ্যাত ‘টাইমড আউট’ উদযাপন। এবারের সিরিজের প্রথম ম্যাচে লংকানদের প্রথম উইকেট নেওয়ার পর বাংলাদেশের পেসার শরিফুলকেও করতে দেখে গেছে একই উদযাপন। তাহলে কি বাংলাদেশকে ওই ঘটনা মনে করিয়ে দেওয়ার জন্যই এমন উদযাপন করেছেন লংকানরা?

মেন্ডিস বলছেন, কাউকে উদ্দেশ্য করে উদযাপন করেননি তারা, ‘কেউ একজন টাইমড আউটের উদযাপন করছিল, বাকিরা তাকে অনুসরণ করেছে। জানি না কেনও। কেউ চাইলে একটা কিছু উদযাপন করতেই পারে। আমরা ওরকম কিছু উদ্দেশ্য নিয়ে করিনি। সবাই খুশি মনেই উদযাপন করেছি।’

লংকান সহকারী কোচ নাভিদ নাওয়াজ অবশ্য বলেছেন, দুই দলের উচিত টাইমড আউটের ওই ঘটনা ভুলে যাওয়া, ‘আমরা ওই ঘটনা থেকে মুভ অন করেছি। হয়তো হিট অফ দ্যা মোমেন্টের কারণে ওই উদযাপন করা হয়েছে। এটাকে ভুলভাবে নেওয়া হয়েছে। দুই দলের উচিত এটা ভুলে যাওয়া।

Continue Reading

খেলা

মেইঞ্জের জালে বায়ার্নের ৮ গোল

বায়ার্নের ৮ গোল

জার্মান বুন্দেস লিগার শিরোপা অনেকটাই হাতছাড়া হয়ে গেছে বায়ার্ন মিউনিখের। এক ম্যাচ বেশি খেলেও লেভারকুজেনের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে টানা ১১ মৌসুম লিগ শিরোপাজয়ী বাভারিয়ানরা। নিজেদের বাজে সময় পেছনে ভুলে নতুন করে আবারও শুরু করছে বাভারিয়ানরা। এবার ঘরের মাঠে হিংস্র বায়ার্নের সামনে অসহায় আত্মসমর্পণ করল মেইঞ্জ। হ্যারি কেইনের হ্যাটট্রিকের সঙ্গে গোরেতজেকার জোড়া আর মুলার, মুসিয়ালা এবং গ্ন্যাব্রির গোলে মেইঞ্জকে ৮-১ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে বায়ার্ন।

বুন্দেস লিগায় ২৫ ম্যাচে এটি বায়ার্নের ১৮তম জয়। সেই সঙ্গে ৩ ড্র আর ৪ হারে বায়ার্নের পয়েন্ট ৫৭। লেভারকুজেনের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে লিগ টেবিলের দুইয়ে অবস্থান করছে বায়ার্ন।

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নিজের প্রথম মৌসুমে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। আজ বুন্দেসলিগায় মেইঞ্জের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন তিনি। সেই সঙ্গে আছে একটি অ্যাসিস্টও। বায়ার্নে নিজের প্রথম মৌসুমে বুন্দেসলিগাতে এটি কেইনের চতুর্থ হ্যাটট্রিক। বুন্দেস লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নিজের অভিষেক মৌসুমে চার হ্যাটট্রিক এবং অন্তত ৮ ম্যাচে দুই বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন কেইন।

বায়ার্নের হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ৩৬ গোল কেইনের। শুধু জার্মান লিগে ২৫ ম্যাচে তার গোল হলো ৩০টি।

ঘরের মাঠে কেইন গোলের শুরুটা করেন ১৩ মিনিটে। প্রথমার্ধের যোগকরা সময়ে করেন নিজের দ্বিতীয় গোলটি। আর ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ। এছাড়া বায়ার্নের হয়ে জোড়া গোল করেন লেওন গোরেৎজকা। একটি করে গোল করেন থমাস মুলার, সার্জ গ্ন্যাব্রি ও জামাল মুসিয়ালা। মুসিয়ালার গোলে অ্যাসিস্ট করেন কেইন।

Advertisement
Continue Reading

খেলা

বিপিএল চ্যাম্পিয়ন বরিশালের জন্য নগদের ২০ লাখ টাকার পুরস্কার

তামিম ইকবালের নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জিতে নিল ফরচুন বরিশাল। আর ট্রফি নিয়ে দল যখন উল্লাস করছে, সেই সময় শিরোপা জয়ের উৎসবে যোগ দেন নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক।
বরিশাল দলের সিনিয়র খেলোয়াড়দের আমন্ত্রণে ভিডিও কলে যুক্ত হয়ে ট্রফি জেতার জন্য দলের খেলোয়াড়দের জন্য ২০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন তানভীর এ মিশুক। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের দাবির পরিপ্রেক্ষিতে বিশাল অঙ্কের এই অর্থ পুরস্কারের ঘোষণা দেন নগদ সিইও।
বরিশাল বরাবরই বিপিএলের অভাগা দল। বেশ কয়েকবার ফাইনালে গিয়েও এতোদিন অবধি শিরোপা জিততে পারেনি তারা। এবারও তাদের নিয়ে কোনো হইচই ছিল না। বরং তাদের ‘বুড়োদের দল’ হিসেবেও বলেছে অনেকে। তবে টুর্নামেন্ট শুরু হতেই সব আলোচনা বদলে দিয়েছে তারা। প্রবল দাপট দেখিয়ে উঠে এসেছে তারা ফাইনালে। ফাইনালের হট ফেবারিট কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জিতে নেয় দক্ষিণের এই দলটি।
চ্যাম্পিয়ন হওয়ার পরেই আত্মহারা আনন্দে মেতে ওঠে বরিশাল। সেখান থেকে ভিডিও কলে তানভীর এ মিশুককে যুক্ত করেন দলের অধিনায়ক তামিম ইকবাল। তানভীরও তামিম এবং তাঁর দলকে শুভে”ছা জানান এবং অর্থ পুরস্কারের ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন দলের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বয়ে যায়।
দল হিসেবে বরিশালের সঙ্গে সরাসরি কোনো সংশ্লিষ্টতা না থাকলেও এই দলেরই অধিনায়ক তামিম ইকবাল বেশ কয়েক বছর ধরে নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাছাড়া মুশফিকুর রহিম যুক্ত আছেন নগদ ইসলামিকের সঙ্গে। মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজও নানাভাবে নগদের প্রচারের জন্য কাজ করছেন। মূলত নগদের উদ্ভাবনী শক্তি এবং চমকপ্রদ সেবা দেশ সেরা তারকাদের নগদের ডেরায় ভিড়িয়েছে। তাছাড়া এবারের আসরের ‘পাওয়ার্ড বাই’ ক্যাটাগরিতে বিপিএল-এর সঙ্গে যুক্ত ছিল নগদ।
অর্থ পুরস্কার পাওয়ার পর তামিম ইকবাল বলেন, “দেশের ক্রিকেটের জন্য নগদ এবং তানভীর ভাইয়ের সব সময়ই একটি বাড়তি মমত্মবোধ আছে। নানাভাবে নগদ ও তানভীর তাদের এই ভালোবাসার বহিপ্রকাশ ঘটিয়েছেন। ২০ লাখ টাকার এই উপহারকে আমরা আমাদের দেওয়া অনন্য সম্মান হিসেবে গ্রহণ করছি এবং তানভীর ভাইয়ের প্রতি ধন্যবাদ জানা”িছ। একই সঙ্গে এও প্রত্যাশা করছি, নগদ এবং প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে তানভীর ভাই সাফল্যের চূড়ায় আরোহণ করবেন।”
একই সময় নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুকও চ্যাম্পিয়ন বরিশাল দলকে শুভে”ছা জানান। তিনি বলেন, “ক্রিকেট সব সময় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে ধারণ করা অনন্য ভালোবাসার জায়গা। আর আমরাও যেহেতু বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি, ফলে ঘুরে ফিরে আমাদেরকেও ক্রিকেট আর ক্রিকেটারদের কাছেই আসতে হয়। আমি প্রত্যাশা করি – তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ বা মিরাজরা আমাদের দেশেকে যেভাবে একের পর এক সাফল্য উপহার দিয়েছে, তারই ধারবাহিকতায় সামনের দিনেও ক্রিকেট বিশ্বে বাংলাদেশ অনন্য একটি অব¯’ান পাবে। আর আর্থিক খাতে আমরাও নতুন নতুন সেবা উপহার দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব।”
শুক্রবারের ফাইনালে আগে ব্যাট করা কুমিল্লা ৬ উইকেটে ১৫৪ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। তামিম টুর্নামেন্টেরই সর্বো”চ রান সংগ্রাহক হন। এর আগে প্লে অফে তাদের নায়ক ছিলেন মুশফিকুর রহিম। আরেক সিনিয়র মাহমুদউল্লাহরও দারুণ কেটেছে টুর্নামেন্ট।

Continue Reading

সর্বাধিক পঠিত

Copyright © 2024 Bartoman. Theme by MVP Themes, powered by WordPress.