Connect with us
HTML tutorial

জীবনযাপন

উদযাপিত হলো হুরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী

আজ ১লা মার্চ বিকেলে যমুনা ফিউচার পার্কের লেভেল-১ এ হুরের ফ্ল্যাগশিপ আউটলেটে জাঁকজমকভাবে উদযাপিত হলো হুরের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী। জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনসহ অনেক খ্যাতনামা মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করলেন সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাবা সালমা ইসলাম এমপি এবং তাঁর সুযোগ্য কন্যা যমুনা গ্রুপের চেয়ারম্যান গ্রুপ পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক মার্কেটিং, সেল্স এন্ড অপারেশন্স ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এবং হুরের হেড অব অপারেশন জনাব মোহাম্মাদ মেহমুদ গুঞ্জাল।

উল্লেখ্য যে, বিদেশি লন কাপড়ের আগ্রাসনে যখন দেশীয় বস্ত্রখাত হুমকির মুখে পড়ছিল তখন দেশজ লন কাপড় ব্যবহারে বাঙালি নারীদের অনুপ্রাণিত করতে যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা মরহুম মোঃ নুরুল ইসলামের পরামর্শে তাঁর যোগ্য উত্তরসূরী সুমাইয়া রোজালিন ইসলাম ২০২০সালে “হুর” ব্রান্ডের আত্মপ্রকাশ ঘটান। শুরু থেকেই হুর ফ্যাশন প্রত্যেক সিজনে বাহারি রঙের কালেকশন নিয়ে আসে। দেশীয় জনপ্রিয় মডেলদের পাশাপাশি আন্তর্জাতিক মডেলদের মাধ্যমে হুরের বিজ্ঞাপন, ফ্যাশন শো, বিশেষ প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে মাত্র চার বছরের পরিক্রমায় এখন “হুর” দেশের সীমানা ছাড়িয়ে প্রাচ্যের বাকি দেশগুলোর আকাশ ছুঁতে চলেছে। বাঙালি নারীদের কাছে হুর এখন ব্যাপক পরিচিত ও সমাদৃত। বিদেশি পণ্যের চেয়ে গুণে ও মানে ভালো হওয়া সত্ত্বেও এর সাশ্রয়ী মূল্যের কারণে “হুর” এখন উচ্চবিত্ত, মধ্যবিত্ত ছাড়িয়ে নিম্ন-মধ্যম আয়ের মানুষের নাগালেও ধরা দিয়েছে। সাশ্রয় হচ্ছে মানুষের পোশাকী ব্যয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হুরে পাওয়া যাবে নিত্য নতুন চিত্তাকর্ষক ডিজাইন আর মনোলোভা কারুকাজের ডিজিটাল প্রিন্টের লন, চিকানকারি লন, ত্রি পিস, কাফতান-কুর্তি, ট্রাউজার, ছেলেদের জন্য থাকছে ফরমাল-ক্যাজুয়াল সার্ট প্যান্ট আর কাবুলি-পাঞ্জাবি। আরো আছে ছোটদের ট্র্যাডিশনাল জামা, বাবা-ছেলে, মা-মেয়ে ম্যাচিং কম্বো। সীমিত সময়ের জন্য থাকছে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বাধিক পঠিত

Copyright © 2024 Bartoman. Theme by MVP Themes, powered by WordPress.